• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ছাতকের জাউয়া বাজারে হেফাজতের বিক্ষোভ মিছিল

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২, ২০২০
ছাতকের জাউয়া বাজারে হেফাজতের বিক্ষোভ মিছিল

 

বিবিএন নিউজ ডেস্ক:ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সঃ) কে অবমাননার প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ জাউয়া বাজার এর উদ্দ্যোগে সোমবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। বিক্ষোভ মিছিল ছিল বাদ জোহর, কিন্তু বেলা ১২টার পর থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিলে মিছিলে জাউয়া বাজার উত্তাল হতে থাকে, বাদ জোহর বিশাল মিছিল সড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিনের পর জাউয়া মাদ্রাসা র মোহতামীম মুফতি শায়খ আব্দুস সোবহানের সভাপতিত্বে মাওলানা ছালেহ আহমদের পরিলানায় অনুস্টিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাউয়া বাজার জামে মসজিদের ইমামও খতিব মাওলানা হাঃ সাঈদ আহমদ, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, খেলাফত মজলিস সুনামগন্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হুসাইন।এ সময় আরো উপস্থিত ছিলেন শাখাইতি মহিলা মাদ্রাসা র মোহতামীম মাও খলিল আহমদ,সাদারাই মাদ্রাসা র মোহতামীম মাও আবুল খয়ের, মাওলানা আমজাদ হোসেন, গাগলাজুর মাদ্রাসা র মোহতামীম মাও কামাল আহমদ,ভাতগাও মাদ্রাসা র মোহতামীম মাও তোফায়েল আহমেদ, ঝিগলী মাদ্রাসা র মোহতামীম মাও সাঈদ আহমদ,মাও,আব্দুস সালাম মাও,সিদ্দিকুর রহমান ,মাও,জসিম উদ্দিন, ,মাও,আবুসুফিয়ান,মাও জুনাইদ আহমদ, মাওলানা আব্দুল ওয়াদুদ(লদু),মাও,জুবায়ের আহমদ,মাও ফয়জুল আমিন,মাও,জহির আহমদ মাও আলী আহমদ,মাও,আব্দুর রব,হাফিজ তহুর আহমদ, সহ এলাকার মুরুব্বীয়ান প্রমুখ। পরিশেষে পাইগাও হুজুরের মোনাজাতের মাধ্যমে সভার কাজ সমাপ্তি হয়।