• ৬ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দোয়ারাবাজারে নরসিংপুর ইউনিয়ন মটর শ্রমিকলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২০, ২০২০
দোয়ারাবাজারে নরসিংপুর ইউনিয়ন মটর শ্রমিকলীগের আলোচনা সভা অনুষ্ঠিত

বিবি এন নিউজ দোয়ারাবাজারঃ বাংলাদেশ মটর শ্রমিকলীগ গভ:রেজি:নং -বি-২৩২৯৪১ জাতীয় শ্রমিকলীগের অন্তভুক্ত দোয়ারাবাজারের নরসিংপুর ইউনিয়ন মটর শ্রমিকলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে স্থানীয় ইছামতী বাজারে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রবিউল আওয়ালের সভাপতিত্বে আব্দুর রশিদের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মটর শ্রমিকলীগের সভাপতি মো:রেলিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা মটর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস রানা,সমাজসেবক আব্দুল জব্বার খোকন,নুরুল আমিন,কামরুজ্জামান ভুঁইয়া রুবেল,মুক্তিযোদ্ধা আংগুর মিয়া,সফিকুল ইসলাম,রজব আলী মেম্বার, স্বপন মেম্বার নরসিংপুর ইউনিয়ন মটর শ্রমিকলীগের আহবায়ক জুয়েল আহমেদ,যুগ্ম আহবায়ক মো:শহিদ,ছাদেক মিয়া,সবুজ( ২),মমিন মিয়া,জয়েন উদ্দিন,মোবারক মিয়া সদস্য সচিব সবুজ(১),সদস্য আলেক মিয়া,রুস্তম আলী,আইবুর,জিয়া,সাইফুল,,দিদার, জাহিদ মোল্লা, মোজাহিদ,আকবর আলী,ছিদ্দেক,আমির উদ্দিন,খোকন মিয়া,আলমগির, রমজান মিয়া প্রমুখ।