• ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ডান-বাম ও ধর্মীয় দলে গণতন্ত্রের মুখ থুবড়ে পড়েছে’ মন্জু

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৫, ২০২০
ডান-বাম ও ধর্মীয় দলে গণতন্ত্রের মুখ থুবড়ে পড়েছে’ মন্জু

বিবি এন নিউজ ঢাকাঃ  বাম ও ধর্মীয় সবধরনের রাজনৈতিক দলে গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে বলে দাবি করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মনজু। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু, শহীদ জিয়া ও এরশাদের পরিবারের সদস্য ছাড়া কেউ আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টির প্রধান হতে পারছে না। পীরের সন্তান হচ্ছেন পরবর্তী পীর।  পরিবারতন্ত্র ও মোসাহেবতন্ত্র ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলোকে অকার্যকর করে ফেলেছে।’

রবিবার (৪ অক্টোবর) এবি পার্টি ঢাকা মহানগর উত্তরের উত্তরা জোনের কমিটি গঠন উপলক্ষ্যে উত্তরার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন মজিবুর রহমান।

মনজু বলেন, ‘এবি পার্টি রাজনৈতিক দলগুলোর গৌরবময় ও ব্যর্থতার দিক পর্যালাচনা করে তার কর্মপন্থা নির্ধারণ করছে।  দলে যেন গণতন্ত্র ও জবাবদিহিতা নিশ্চিত করা যায়, এবি পার্টির সবাইকে এই চ্যালেঞ্জ নিতে হবে, যেন কথা ও প্রতিশ্রুতির মিল ঘটিয়ে আমরা নতুন রাজনীতির স্বার্থকতা প্রমাণ করতে পারি ।’

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেন, ‘সরকারি কর্মকর্তা, ডাক্তার, প্রকৌশলী কেউ যেন ভুলে না যায়, দেশের দুঃখী জনগণের ট্যাক্সের টাকায় তারা পড়ালেখা করেছে। পথের একজন ভিক্ষুক যখন ভোগ্য পণ্য ক্রয় করে সেও প্রত্যক্ষভাবে দেশে কর দাতার অন্তর্ভুক্ত হয়। এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে।’