হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল থেকে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার দুপুরে পুলিশ বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া উইং সহকারী পুলিশ সুপার ওবাইন।
তিনি জানান, কষ্টিপাথরের মূর্তিটির ওজন ১১ কেজি। যার বাজার মূল্য আনুমানিক কোটি টাকা হবে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। পরে জব্দকৃত আলামতসহ আসামীকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, বাহুবল উপজেলার হরিতলা গ্রামের আব্দুল সামাদের ছেলে হারুন মিয়া (৪৩) ও উত্তরসুর গ্রামের মৃত আব্দুল লতিবের ছেলে সানু মিয়া ওরফে সানু মোল্লাকে (৫৫)।
এর আগে শুক্রবার সন্ধ্যায় র্যাব-৯ এর অধিনায়ক আবু মূসা মো. শরীফুল ইসলাম ও এএসপি এ.কে.এম কামরুজ্জামানের যৌথ নেতৃত্বে বাহুবলের উত্তরসুর গ্রামের সানু মোল্লার বাড়িতে অভিযান চালায় সিপিসি-১ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল। এ সময় ওই বাড়ি থেকে প্রাচীন কষ্টিপাথরের মূর্তিসহ পেশাদার ২ পাচারকারীকে আটক করে র্যাব।