• ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে সফর, ১৪৪৭ হিজরি

রাঙামাটিতে ৩১ লিটার চোলাই মদসহ আটক-২,পৃথক অভিযানে সাজাভুক এক পলাতক আসামী আটক

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৩
রাঙামাটিতে ৩১ লিটার চোলাই মদসহ আটক-২,পৃথক অভিযানে সাজাভুক এক পলাতক আসামী আটক

 

|| রাঙামাটি প্রতিনিধি ||

রাঙামাটি কোতয়ালী পুলিশ শুক্রবার অভিযান চালিয়ে শহরের অনতিদূরের মানিকছড়ি চেকপোস্ট থেকে ৩১ লিটার চোলাই মদসহ ২ নারী মাদক কারবারিকে আটক করেছে। এরা হলেন, আনোয়ারা বেগম আনু (৫২) ও শিরিন বেগম (২৫)। পৃথক অভিযানে সাজাভুক্ত একজন পলাতক আসামি আটক হয়েছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার ( ০৬ অক্টোবর ) গোপন তথ্যের ভিত্তিতে মানিকছড়ি চেকপোস্ট এলাকায় চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস থামিয়ে ২ মহিলাকে দেহ তল্লাশি চালিয়ে ৩১ লিটার চোলাই মদ উদ্ধার করে। শরীরের সাথে বিশেষ কায়দায় ৩১ লিটার চোলাই মদ রক্ষিত
পলায়নপর এই ২ নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।
সূত্র আরও জানায়, পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ তত্বাবধানে ও অফিসার ইন্চার্জ মোহাম্মদ আরিফুল আমিন এর নেতৃত্বে টিম কোতয়ালীর এসআই নয়ন কুমার চক্রবর্তী সংগীয় ফোর্সসহ শুক্রবার দুপুরে এ অভিযান পরিচালনা করে। আটক আনোয়ারা বেগম আনু ও শিরিন বেগম চট্টগ্রাম জেলার পাহাড়তলীস্থ স্ক্রাব কলোনীর বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়ায় শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এদিকে টীম কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে জি.আর সাজাপ্রাপ্ত একজন পলাতক আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ।