• ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাবিপ্রবি’তে যৌন হয়রানী প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৩
রাবিপ্রবি’তে যৌন হয়রানী প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরণ

 

|| রাঙামাটি প্রতিনিধি ||

যৌন হয়রানী প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)তে মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) যৌন হয়রানী প্রতিরোধ কমিটির উদ্যোগে ক্যাম্পাস ও শ্রেণী কক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে।

যৌন হয়রানী বিরোধী লিফলেট বিতরণকালে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার, প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, প্রক্টর জুয়েল সিকদার, যৌন হয়রানী প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) কামরুল হাসানসহ বিশ্ববিদ্যালয়’র বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকগণ, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ক্যাম্পাস ও শ্রেণী কক্ষে লিফলেট বিতরণের সময় রাবিপ্রবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার সকলকে যৌন হয়রানী প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে যৌন হয়রানী প্রতিরোধে এগিয়ে এলে, সমাজ এ ধরনের অভিশাপ থেকে মুক্তি লাভ করবে। ঐক্যবদ্ধ শক্তির কাছে কোন অপরাধীই টিকতে পারে না।