• ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

যশোরে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১৯, ২০২২
যশোরে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

বিবিএন ডেস্ক:যশোরের বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের ভদ্রডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতরা হলো-যশোর জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র আবু হোসাইন আকাশ (১২) ও তার বোন জান্নাতুল সামিরা (৫)। তাদের পিতা মো. কবীর হোসেন যশোর ক্যান্টনমেন্টের সৈনিক।

ওসি ফিরোজ উদ্দীন জানান, কবীর হোসেন পরিবার নিয়ে যশোর শহরের রায়পাড়া তেঁতুলতলায় বসবাস করেন। বাঘারপাড়ার ভদ্রডাঙ্গা গ্রামে তার বাড়ি। সেখানে একতলা একটি বাড়ি তৈরি করেছেন তিনি। শুক্রবার সপরিবারে তা দেখতে যান। ওই বাড়ির ছাদে উঠে খেলা করছিল দুই ভাই-বোন। এ সময় বাড়ির নিচতলায় করা একটি দোকানের সাইনবোর্ডের ওপরের অংশে হাত লেগে আকাশ বিদ্যুতায়িত হয়। সামিরা ভাইয়ের গায়ে হাত দিলে সেও বিদ্যুতায়িত হয়। ঘটনাস্থলেই তারা লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন। লাশ দুটি মর্গে পাঠানো হয়েছে।