• ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা রজব, ১৪৪৭ হিজরি

ছাতকে সেনাবাহিনীর সাথে এমপি মানিকের জরুরি বৈঠক;আশ্রয় কেন্দ্রে খাবার বিতিরণ

bilatbanglanews.com
প্রকাশিত জুন ১৮, ২০২২
ছাতকে সেনাবাহিনীর সাথে এমপি মানিকের জরুরি বৈঠক;আশ্রয় কেন্দ্রে খাবার বিতিরণ

সাজিদুল ইসলাম রানা;ছাতকে সেনাবাহিনীর ও প্রশাসনের  সাথে আজ জননেতা জনাব মুহিবুর রহমান মানিক এমপি জরুরি বৈঠক করেছেন। আগামীকাল থেকে প্রতিটি ইউনিয়নে সেনাবাহিনী উদ্ধার কাজে নামার সিদ্ধান্ত। স্পীড নিয়ে ব্যাপক প্রস্তুতি সহকারে উদ্ধার অভিযান শুরু হবে বলে যুবলীগ নেতা সিরাজুল হক তালুকদার জানিয়েন।

ছাতকের গোবিন্ধ গঞ্জ আব্দুল হক ডিগ্রী কলেজে এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।পরে তিনি আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতিরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন।

দোয়ারা বাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আশরাফী তানবীর, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, রফিকুল ইসলাম কিরণ, পি এস মোশাহিদ আলী,এডভোকেট মাসুম, এম রশিদ আহমদ সামছুল ইসলাম, অতুল বাবু, যুবলীগ নেতা সিরাজুল হক তালুকদার, ইন্জিনিয়ার পরিমল দেবনাথ, নোয়ারাই ইউনিয়নে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক তালুকদার রাজু,যুবলীগ নেতা আনোয়ার হোসেন।