• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কবি কুতুব রহমানের কবিতা ‘নিঃসঙ্গতার আর্তনাদ’

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২১
কবি কুতুব রহমানের কবিতা ‘নিঃসঙ্গতার আর্তনাদ’

নিঃসঙ্গতার আর্তনাদ
কুতুব রাহমান

পিনপতন নিরবতা খানখান করে
বয়ে চলা দীর্ঘশ্বাস রাতের সুখনিদ্রা
সাতসমুদ্দুর তেরনদীর ওপারে আছড়ে ফেলে।
হাতরে বেড়ায় সুখপিয়াসী প্রিয়জনের মধুময় সান্নিধ্য।

উষ্ণছোঁয়ার নিবিড় পরশ পেতে ফেরারী মন আকুলিবিকুলি করে।
আর্তনাদ, আর্তচিৎকারে
নিরবতার প্রাচীর ধসিয়ে দেয়!

দেয়ালঘড়ির ঢকঢক শব্দ নিবিড় ভাবনায় ছেদ কাটে।
রাতজাগা বিহগটাও বিহগীর সঙ্গ পেতে অঙ্গ দুলিয়ে নিঃসঙ্গতার জানান দেয়।

তবুও ঘুমে ঢুলুঢুলু চোখ শান্তির কোলে আশ্রয় নিতে
বিদ্রোহীর রণমূর্তি ধারণ করে!
প্রিয় হারার শোক পাঁজরভাঙার মর্মরধ্বনিতে
নিশি ভোরের অদম্য প্রতীক্ষার প্রহর গুনে।

০৮:০৯:২১
ছাতক সুনামগঞ্জ