||মুহাম্মদ ইলিয়াস,রাঙামাটি প্রতিনিধি ||
সরকারী খরচে আইনগত সহায়তা সেবার জবাবদিহিতা ও মান নিশ্চিত করণে রোববার (৩রা ডিসেম্বর বেলা সাড়ে ৩ টায় রাঙামাটি জেলা কারাগারে এক সমন্বয় সভা ও গনশুনানী অনুষ্ঠিত হয়েছে।
জেলে আটক বন্দী ও লিগ্যাল এইড প্যানেল আইনজীবীদের সমন্বয় সভা ও গনশুনানীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ জুনাইদ।
জেল সুপার মোঃ দিদারুল আলম’র সভাপত্বিতে অনুষ্টিত সমন্বয় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার।
সমন্বয় সভা ও গণশুনানিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল আইনজীবি এড. সুস্মিতা চাকমা, এড. হ্লা থোয়াই প্রু মারমা, এড.মামুনুর রশীদ মামুন, এড. মিলন চাকমা, এড. মাকসুদা হক, এড. শফিউল আলম মিয়া, এড. মোঃ রাশেদ ইকবালসহ কারা কর্মকর্তা-কর্মচারী ও বন্দীগণ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ জুনাইদ আইনগত সহায়তা পেতে কারাবন্দীদের বিভিন্ন অভিযোগ শুনেন। এরপর লিগ্যাল ও প্যানেল আইনজীবীদের সমন্বয়ে সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন মর্মে উপস্থিত কারাবন্দীদের আশ্বস্ত করেন।