• ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

রাঙামাটিতে বাংলাদেশ আওয়ামী লীগ’র ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

bilatbanglanews.com
প্রকাশিত জুন ২৪, ২০২৩
রাঙামাটিতে বাংলাদেশ আওয়ামী লীগ’র ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

|| রাঙামাটি প্রতিনিধি ||

রাঙামাটিতে জেলা আওয়ামী লীগ’র উদ্যোগে নানান আয়োজনে শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগ’র ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পালিত হয়েছে। আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর রাঙামাটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চিংকিউ রোয়াজা।

প্রতিষ্ঠা বার্ষিকীর এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এ সময় বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, অংসুইপ্রু চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো.মুছা মাতব্বর প্রমুখ।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।