• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রাঙামাটিতে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় ২১টি আশ্রয়ান কেন্দ্র খোলার সীদ্ধান্ত

bilatbanglanews.com
প্রকাশিত মে ১২, ২০২৩
রাঙামাটিতে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় ২১টি আশ্রয়ান কেন্দ্র খোলার সীদ্ধান্ত

 

|| মুহাম্মদ ইলিয়াস,রাঙামাটি প্রতিনিধি ||

রাঙামাটিতে ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় জেলায় ২১টি আশ্রয়ান কেন্দ্র খোলার সীদ্ধান্ত গ্রহণ করা হয়।

রাঙামাটি জেলা প্রশাসন’র আয়োজনে অনুষ্ঠিত সভায়
রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস এম ফেরদৌস ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আলনুর সালেহীন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমদ শফি সহ বিভিন্ন শ্রেণী-পেশার দায়িত্বশীল কর্তা ও স্বেচ্ছাসেবকগণউপস্থিত ছিলেন।

সভায় দূর্যোগকালীন সময়ে ঝুঁকিপূর্ণভাবে বসবসরতদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার জন্য জন্য ২১ টি আশ্রয় কেন্দ্র খোলার সিদ্ধান্ত গ্রহন করে। একইসাথে দুর্যোগকালীন সময়ে কাপ্তাই হ্রদে নৌযান চলাচলে সর্তকতা অবলম্বনের সিদ্ধান্তও গৃহিত হয়।