• ২৫শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাঙামাটি কাপ্তাই হ্রদ থেকে ভাসমান লাশ উদ্ধার

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৩
রাঙামাটি কাপ্তাই হ্রদ থেকে ভাসমান লাশ উদ্ধার

 

|| রাঙামাটি প্রতিনিধি ||নিখোঁজের চার দিন পর কাপ্তাই হ্রদে ভেসে ওঠলো মো: গিয়াস উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ। রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, শহরের রিজার্ভ বাজার গীতাশ্রম কলোনী ও মহসীন কলোনীর মধ্যবর্তী এলাকায় হ্রদে ভাসমান মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশের উপস্থিতিতে স্বজনরা গিয়াস উদ্দিন’র মরদেহ শনাক্ত করে। তিনি ঘটনাস্থলের অনতিদূরের শহীদ আব্দুল আলী একাডেমি স্কুল এলাকার বাসিন্দা এবং পেশায় দিনমজুর ছিলেন। বেশ কিছু দিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় চলাফেরা করছিলো। তিনি গত বুধবার (২২ ফেব্রুয়ারি) থেকে নিখোঁজ ছিলো। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। পরিবারের দাবি নিহত ব্যক্তি দু’সন্তানের জনক।

কোতোয়ালি থানার এসআই ক্য হ্লা চিং জানান, নিহত ব্যক্তি গত চার দিন ধরে নিঁখোজ ছিলেন। সকালে খবর পেয়ে আমরা তার লাশ উদ্ধার করি।