• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে ভ্রমণে গেলেন শতাধিক শিক্ষক,জনমনে অসন্তোষ

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৩
বিদ্যালয়ে পাঠদান বন্ধ রেখে ভ্রমণে গেলেন শতাধিক শিক্ষক,জনমনে অসন্তোষ

ছাতক থেকে সংবাদদাতা:সুনামগ‌ঞ্জের ছাতকে বিদ্যালয়ে পাঠদান বন্ধরেখে শতাধিক শিক্ষক শিক্ষা সফরে যাওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের ব্যানারে জেলা শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমানকে প্রধান অ‌তি‌থি করে গা‌ড়ির সাম‌নে ব‌্যানার টা‌ঙ্গি‌য়ে সোমবার সকালে ছাতক থেকে সিলেটের জাফলংয়ে শিক্ষা সফরে যাওয়া হয়। পাঠদান বন্ধরেখে শিক্ষকরা শিক্ষা সফরে যাওয়ায় অভিভাবকসহ স্থানীয় সচেতন মহলের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

জানা যায়,পাঠদান বন্ধরেখে শিক্ষা সফরে যাওয়া শিক্ষকরা হলেন, তাতিকোনা স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক  প্রনব দাস মিটু, বন্যা তালুকদার, বৌলা স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলন কুমার, সহকারী শিক্ষক রীতা আচার্য, ২৮ নং রামপুর স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সালেহ নোমান, সপ্না বেগম, ফাতেমা বেগম, মারজানা বেগম, একতা স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফেজ ফয়েজ আহমদ, স্বপন দাস, সুমন সুত্রধর, শ্যামনগর স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক পংকজ দত্ত, শহিদুল ইসলাম, রুমা দত্ত, নোয়ারাই স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভংকিম আর্চার্য, ভূইগাও স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিসবাহ উদ্দিন, হারান দাস, শাখাইতি স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজ উদ্দিন, রুপন আচার্য, খাগহাটা স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, খিদুরা স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুনা তালুকদার, মুল্লাআতা স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তাহের, শেলী রাণি, যুগলনগর স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছমির উদ্দীন, খাসগাও স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনুর মোঃ আজিজ, খালিদুর রহমান, কামারগাও স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তাহের মোঃ মাসুম বিল্লাহ, লোকমান হোসেন, বেরাজপুর স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক বসু মালাকার, রামপুর স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক পল্টু তালুকদার, চানপুর স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল লতিফ, শরিষাপাড়া স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবুল মিয়া, বড় পলিরগাও স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক বারিন্দ্র দেবনাথ, হায়দরপুর স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল গফ্ফার, কুর্শি পূর্বপাড়া স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক কয়েছ আহমদ, মইনপুর স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিক উল্লাহ, পুরান সিংচাপইড় স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিল্লুল হক, বসন্তপুর স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, গদারমহল স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির উদ্দীন, আমেরতল স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজয় ভুষন দাস, কান্তা ঘোষ, পীরপুর গৌড়িপুর স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার দাস, সহকারি শিক্ষক আনোয়ার হোসেন সোহাগ, নোয়া গাও স: প্রা: বিদ্যালয়ের সহকারি শিক্ষক পিংকু দাস, কৃষ্ণনগর স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক হেপী দত্ত, বড় সৈদের গাও স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাওন চক্রবর্তী রাজন, জালালপুর স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল আলম ডালিম, মল্লিকপুর স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিজাম উদ্দীন, জাউয়া স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাপলু, কৈতক স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিতোষ পুরকায়স্থ, কালেশ্বরী স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল ইসলাম পলাশ, রসুলপুর স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক মইনুল ইসলাম, নোয়াগাও স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোলেমান হোসেন, শিমুলতলা স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুসাইবা নুসরাত, চৌকা স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুলাল আহমদ, লক্ষমসোম স: প্রা: সহকারী শিক্ষক কয়েছ উদ্দিন, আনুজানি স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহবাজ আলী, রাজারগাও স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌ রায়, শাহ আরপিন নগর স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক নির্মল শর্মা, ধনপুর স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরজ্ঞিত দাস, কেজাউরা স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক মইন উদ্দীন, দারোগা খালি
স: প্রা: বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিন্টু রিশি, মাহমদ আলীসহ ১শত ২০জন শিক্ষক শি‌ক্ষিকা।

ছু‌টি না নি‌য়ে, পাঠদান ফাকি দিয়ে নিয়ম বহির্ভূত ভাবে সহকা‌রি শিক্ষকরা শিক্ষা সফ‌রে গেছেন বলে নাম প্রকাশ না করার শ‌র্তে একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা জানিয়েছেন।

এব‌্যাপা‌রে ছাতক উপ‌জেলা প্রাথ‌মিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকতা মাসুম মিয়া শিক্ষকরা শিক্ষা সফরে যাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, প্রতিষ্টান প্রধানদের কাছ থেকে নৈমিত্তিক ছুটি নিয়ে যাওয়ার কথা রয়েছে।

এব‌্যাপা‌রে সি‌লে‌টের প্রাথ‌মিক শিক্ষা বিভাগীয় অ‌ধিদপ্ত‌রের উপ প‌রিচালক মোহাম্মদ জালাল উদ্দিন জানান, শিক্ষা প্রতিষ্টান বন্ধ রে‌খে শিক্ষকরা শিক্ষা সফ‌রে যাবার কোন নিয়মনী‌তি নেই । এ রকম অ‌নিয়ম ক‌রে শিক্ষক ও জেলা শিক্ষা কর্মকতা আনন্দ ভ্রমণে গেছেন কিনা-খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।