• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

ছাতকের মোহাম্মদিয়া দাখিল মাদরাসার পুরস্কার বিতরণী সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২৩
ছাতকের মোহাম্মদিয়া দাখিল মাদরাসার পুরস্কার বিতরণী সম্পন্ন

 

আতিকুর রহমান মাহমুদ, ছাতক থেকে:ছাতকে রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মাদরাসা মাঠে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সোবহান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দশপাইকা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মখলিছুর রহমান, রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা শামছুল কবির মিছবাহ চৌধুরী, হুসাইনুজ্জামান লিটন, মাস্টার আব্দুল বাছিত, যুক্তরাজ্য প্রবাসী ছালেহ আহমদ, ক্বারী ফয়ছল আহমদ, মফজ্জুল আলী, মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ, মুসলেহ উদ্দিন, শিক্ষক মাওলানা শওকত আলী, মাস্টার পলাশ উদ্দিন, মাওলানা জাবের আহমদ, মাস্টার এমদাদ, তাজুল ইসলাম ও জসিম উদ্দিন, মাওলানা ছমির উদ্দিন, খাদিজা বেগম, আকলিমা খাতুন, মাস্টার রফিকুল ইসলাম, মাওলানা রেদ্বওয়ান হোসেন, মাওলানা নুরুল আবেদীন চৌধুরী, আশরাফুজ্জামান, মাওলানা শামছুল ইসলাম, মাওলানা আব্দুল হান্নান, মাস্টার সোহেল রানা প্রমূখ।

পরে ইবতেদায়ী প্রথম শ্রেণি থেকে দাখিল পরিক্ষার্থী পর্যন্ত সকল শিক্ষার্থীরা হামদ-নাত, শানে ফুলতলী, কবিতা আবৃতি, বক্তব্য, দেশের গান, রচনা, বিতর্ক প্রতিযোগিতা, সাধারণ জ্ঞানের বিষয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ীসহ ক্লাসে মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। ২০২২ সালে এ প্রতিষ্ঠান থেকে দাখিল পরিক্ষায় অংশ নিয়ে মাদরাসা পর্যায়ে ফলাফলের দিক দিয়ে উপজেলার দ্বিতীয় স্থান অর্জনসহ কৃতিত্বের সাথে দাখিল উত্তীর্ণ ৬৪জন ছাত্র-ছাত্রীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিশেষ পুরস্কার দেয়া হয়।