• ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০২ জন

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ৩, ২০২২
দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০২ জন

বিবিএন ডেস্ক: বন্যাকবলিত এলাকায় এ পর্যন্ত পানিতে ডুবে, বজ্রপাতে এবং সর্প দংশনে ১০২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত পানিতে ডুবে ৭৫ জন, বজ্রপাতে ১৫ জন, সর্প দংশনে ২ জন এবং বাকীরা অন্যান্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে সিলেট বিভাগে ৫৬ জন, রংপুর বিভাগে ১০ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, ঢাকা বিভাগে একজন মারা গেছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ  ইমার্জেন্সি অপারেশন  সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে। বন্যা সম্পর্কিত নিয়মিত তথ্য সরবরাহ করে আসছে স্বাস্থ্য অধিদপ্তর। উল্লিখিত তথ্য গত ১৭ই মে থেকে ৩রা জুলাই পর্যন্ত বন্যা সম্পর্কিত এলাকার বলে জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, বন্যাকবলিত এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৬২ জন। এরমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত রোগী সংখ্যা ৭ হাজার ৪৮৬ জন। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত হয়েছেন ৫২৩ জন। এরমধ্যে সিলেটে বিভাগে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ২৯৪ জন।