• ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

আনজুমানে আল ইসলাহ ছাতক উপজেলা ( উত্তর) শাখার কাউন্সিল সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২১
আনজুমানে আল ইসলাহ ছাতক উপজেলা ( উত্তর) শাখার কাউন্সিল সম্পন্ন

 

ছাতক প্রতিনিধি: বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ছাতক উপজেলা (উত্তর) শাখার কাউন্সিল অধিবেশন আজ শনিবার স্থানীয় শাহ সুফি মোজাম্মিল আলী রহ. দাখিল মাদরাসা হলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সভাপতি মাওঃ এম এ মতিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ কবির আহমদ লতিফীর পরিচালনায় কাউন্সিল অধিবেশনে সভার শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা আইন উদ্দিন। হামদ পরিবেশন করেন হাফিজ সেলিম আহমদ কাওছার, আল ইসলাহ কে নিয়ে সঙ্গীত পরিবেশন করেন মাওঃ আলাল হোসাইন আশেকী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ কেন্দ্রীয় পরিষদের মুহতরাম সদস্য অধ্যক্ষ মাওঃ আব্দুল আহাদ সাহেব, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সভাপতি মাওঃ আবু তাহের মুহাম্মদ খালেদ সাহেব, বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সহ সভাপতি মাওলানা তাজুল ইসলাম আলফাজ সাহেব, নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান তাজুল সাহেব, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ সাহেব।

এতে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আল ইসলাহর সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আবুল ফজল মুহাম্মদ ত্বোহা, অফিস সম্পাদক মাওলানা মুখতার আহমদ, লতিফিয়া ইমাম সোসাইটি ছাতক উত্তর উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম জিহাদী।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সহ প্রচার সম্পাদক হাফিজ রফিকুল ইসলাম তালুকদার, সদস্য মাওলানা আব্দুল কাইয়ূম সিদ্দিকী, সিংচাপইড় আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোঃ গোলাম গৌছ, লতিফিয়া ক্বারী সোসাইটি ছাতক উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল জব্বার, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড ছাতক উপজেলা উত্তর এর সাধারণ সম্পাদক হাফিজ মুহাম্মদ সাইফুল আলম, সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে, মাওঃ আব্দুস সালাম কে সভাপতি, মাওঃ কবির আহমদ লতিফী কে সাধারন সম্পাদক ও হাফিজ আব্দুল হান্নান কে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।

পরিশেষে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।