• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

পুলিশের পেজে অশালীন মন্তব্য, রিমান্ডে যুবক

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২১
পুলিশের পেজে অশালীন মন্তব্য, রিমান্ডে যুবক

বিবিএন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পুলিশের পেজে অশালীন মন্তব্য করায় রমজান আলী ( ২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

জানা গেছে, রমজান আলী ‘এমডি রমজান’ নামের ফেসবুক আইডি থেকে বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে পুলিশ সম্পর্কে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করে। বিষয়টি নজরে আসলে ফটিকছড়ি থানায় পুলিশের পক্ষ থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এরপর শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে রমজানকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের বিষয়টি শনিবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী  বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা কেশব চক্রবর্তী বলেন, গ্রেফতার রমজান আলীকে শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খন্দকারের আদালতে হাজির করা হয়।   জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গ্রেফতার রমজান আলী ফটিকছড়ির লেলাং ইউনিয়নের লেলাং গ্রামের বাসিন্দা।