• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ছাতকে নৌ পুলিশের ওপর হামলা ঘটনায় কাউন্সিলর তাপসসহ ৫ আসামী‌র রিমা‌ন্ড মঞ্জুর

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১৮, ২০২১
ছাতকে নৌ পুলিশের ওপর হামলা ঘটনায় কাউন্সিলর তাপসসহ ৫ আসামী‌র রিমা‌ন্ড মঞ্জুর

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:সুনামগঞ্জের ছাতক নৌ পুলিশের ওপর হামলার ঘটনার মূলহোতা মামলার আ`লীগ নেতা পৌর কাউ‌ন্সিলর তাপস চৌধুরী সাদমান মাহমুদ সানি, বোমা কারক আলাউদ্দিন, হাজি বুলবুল, কোহিনুর চৌধুরীসহ ৫ জন‌কে ৩ আগষ্ট রা‌তে ঢাকার উত্তরা এলাকা থে‌কে র‌্যাব বা‌হিনী তা‌দের আটক ক‌রেছে ।
গত ৪ আগষ্ট নৌ পু‌লিশ আসামীদের গ্রেফতার ক‌রে সুনামগঞ্জ আদাল‌তে হা‌জির ক‌রে ১০‌ দি‌নের রিমা‌ন্ডের আ‌বেদন ক‌রেন নৌ পু‌লি‌শের তদন্তকা‌রি কর্মকতা। নৌ পু‌লি‌শের মামলার আসামী‌দের ধার্য্য তা‌রি‌খে গত (১৮ আগষ্ট )বুধবার সকা‌লে সুনামগঞ্জ
প্রথম শ্রেনী হা‌কিম বেলা‌য়েত আহমদের আদালত আসামী‌দেরকে হা‌জির ক‌রে রিমান্ড শুনা‌নি হ‌লে ও দু`প‌ক্ষের জবানব‌ন্ধি শু‌নে ‌৫জন আসামী‌কে এক‌দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রেছেন সুনামগঞ্জ হা‌কিম আদালত।
আদালত সু‌ত্রে জানা যায়, ৫জ‌নের ম‌ধ্যে সাদমান মাহমুদ সানি, বোমা কারক আলাউদ্দিনকে কারাগা‌রে বাই‌রে নি‌য়ে জিঞ্জাসাবাদ ও আ`লীগ নেতা পৌর কাউ‌ন্সিলর তাপস চৌধুরী,হাজি বুলবুল ও কু‌হিনুর চৌধুরীকে কারাগা‌রে সাম‌নে জিঞ্জাসাবাদ করার জন‌্য সুনামগঞ্জ হা‌কিম আদালত এ আ‌দেশ প্রদান ক‌রেন।
এ ব‌্যাপা‌রে নৌ পু‌লিশ ইনচাজ রকিব আহমদ
এ ঘটনার ‌সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন অ‌বৈধ ভা‌বে বাস্ক‌হেড ও ড্রেজার সুরমা ও চেলা নদীর তল‌দেশ থে‌কে বালু ও পাথর উ‌ত্তোলনকা‌লে আটককৃত বালু ভ‌তি ৪`‌টি বাল্ক‌হেড ৯‌টি বোমা মে‌শিন জব্ধ ক‌রায় এ ঘটনায় বালু‌খেকোরা নৌপু‌লি‌শের ওপর অত‌কিত হামলা চা‌লি‌য়ে ও‌সি এসআই সহ ৬জন পু‌লিশ‌কে মার‌পিট ক‌রে নদী‌তে নি‌পেক্ষ ক‌রে আলাউ‌দ্দিন ও তাপস সন্ত্রাসী চত্রুরা।
গত ৪ জুলাই সন্ধ‌্যায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের চেলা নদীর সম্মু‌খে এ ঘটনা ঘ‌টে। এব‌্যাপা‌রে সি‌লেট জোনের নৌ পুলিশ এসপি শম্পা ইয়াসমীন এ ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেেছেন।