• ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে ফেসবুক লাইভে এসে জাদুশিল্পীর আত্মহত্যা

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১৭, ২০২১
মৌলভীবাজারে ফেসবুক লাইভে এসে জাদুশিল্পীর আত্মহত্যা

মৌলভীবাজার প্রতিনিধি  :: মৌলভীবাজার সদর উপজেলার গয়ঘর গ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে এক জাদুশিল্পী আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার (১৬ আগস্ট) রাতে ওই গ্রামে নিজ বাড়িতে আত্মহত্যা করেন তিনি।

নিহত ব্যক্তি সদর উপজেলার গয়ঘর গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে সুমন। তিনি পেশায় একজন সিএনজিচালক। পাশাপাশি জাদু দেখাতেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৬ আগস্ট) রাতে সদর উপজেলার থানা বাজার গয়ঘর গ্রামের জাদুশিল্পী সুমন তার ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। এ সময় লাইভে সবার কাছে ক্ষমা চান তিনি। এক পর্যায়ে দড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, পারিবারিক সমস্যার কারণে সুমন আত্মহত্যা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভের বিষয়টা আমরাও শুনেছি। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।