• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে স্বাস্থ্য বিধি না মানায় ১১০ ব্যক্তিকে জরিমানা

bilatbanglanews.com
প্রকাশিত জুন ২৮, ২০২১
মৌলভীবাজারে স্বাস্থ্য বিধি না মানায় ১১০ ব্যক্তিকে জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি:: কোভিভ-১৯ মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান এর নির্দেশনায় স্বাস্থ্যবিধি না মানায় ৪৬ হাজার ৪ শত ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (২৭ জুন) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা সার্বিক তত্ত্বাবধানে একযোগে জেলার সকল উপজেলার স্থানে স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা, বাহিরে অবস্থান ও গণপরিবহনে চলাচল করায় দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৫(১)(খ) ধারামতে ১১০জন ব্যক্তিকে মোট ৪৬ হাজার ৪শত ৫০ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলার সাতটি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)গণ এবং জেলা প্রশাসন মৌলভীবাজার এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।