লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়ি জুয়া খেলার উপকরণ সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
২৬ জুলাই সোমবার আটককৃত আসামীদের বিরোদ্ধে থানার পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করে, জেল হাজতে প্রেরণ করেন আটককৃতদের কে ।
মাদকসহ জুয়ার আসর বসে, বিভিন্ন বাজারে” এমন সংবাদ পেয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার নির্দেশে” বাদাঘাট পুলিশ ফাঁড়ি সদস্যরা রাতেই অভিযান চালিয়ে, মদক, জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জোয়ারি কে আটক করে।
গ্রেফতারকৃতরা হলো,উপজেলার বড়দল উওর ইউনিয়নের পুরানঘাট গ্রামের মৃত সাব্বির উদ্দিনের ছেলে মালু মিয়া, একই গ্রামের আবু জাহেরের ছেলে মোহাম্মদ হানিফা, কুদরত আলীর ছেলে সুজন মিয়া।
প্রাঙ্গন চেয়ারম্যান রুস্তম আলীর ছেলে সালাউদ্দিন ওরফে নিখিলের চা-ষ্টল ও একই গ্রামের একই বাজারের আব্দুর নূর তালুকদারের ছেলে মামুন মিয়া তালুকদারের চা-ষ্টল হতে ১৩২০ শলাকা আমদানি নিষিদ্ধ ভারতীয় শেখ নাসির বিড়ি, নগদ টাকা, জুয়া খেলার তাস, গাফলা, দুটি মুঠোফোন সেট জব্দ করে।
অভিযানে তিন জনকে গ্রেফতার করা হলেও কৌশলে সালাউদ্দিন ওরফে নিখিল, মামুন তালুকদার পালিয়ে যায়।
উপজেলার উওর বড়দল ইউনিয়নের পুরানঘাট গ্রামের সততা বাজারে দুটি চা-ষ্টল কাম মুদি দোকানে মাদক ও জুয়ার আসর বসানো হচ্ছে প্রতিনিয়ত।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ তরফদার এর সত্যতা নিশ্চিত করেন ।