• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

আবেগ ও বাস্তবতা

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১৪, ২০২১
আবেগ ও বাস্তবতা

শাখাওয়াত হোসেন রাহী:আবেগ হলো মানুষের স্বভাবতই বৈশিষ্ট্য যা উহ্যই থাকে তবে আচরণে বহিঃপ্রকাশ ঘটে। আর বাস্তবতা তো বাস্তবিকভাবে কিছু অবলোকন।যাইহোক মূল বিষয় আলোকপাত করা যাক।চলমান কোপা আমেরিকা বা ইউরোপীয়ান ফুটবল নিয়ে আপনি যে এতোই আবেগী কিন্তু খেয়াল করেছেন কী ওইসব দেশ বা টিম আমাদের বিপক্ষে।যেমন সম্প্রতি ইসরাইল-ফিলিস্তিন চলমান সংঘাতে চরম জুলুমের পরও ইসরাইলি গোষ্ঠীকে সরাসরি বা পরোক্ষভাবে সাপোর্ট দিয়ে আসছে!এটা কি আমাদের(মুসলমানদের) অস্তিত্বে আঘাত নয়?আপনি ব্রাজেলিয়ান বা আরজেন্টাইন কোন নাগরিককে জিজ্ঞেস করেন বাংলাদেশ সম্বন্ধে ওদের জবাব এরকমই হবে যে;We’ve never heard Bangladesh named state.এটাকে আপনি কি বলবেন জানিনা তবে এটা ইগো বৈ কিছুই নয়। আরেকটি সেন্সিটিভ বিষয় হচ্ছে চলমান কোভিডের এই করুণ সময় এরকম আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন এর কতটুকু যুক্তিসম্মত অন্তত আমার জানা নেই!একদিকে মরনের মিছিল আরেকদিনে বিনোদন পৈশাচিক আনন্দ ছাড়া আর কী হতে পারে বোধগম্য নয়। আবেগ থাকবেই তবে বাস্তবতার সাথে মিলসম্পন্ন হওয়াই শ্রেয়।যাইহোক আমাদের আবেগ নিয়ন্ত্রণে থাকুক এই আশাবাদ ব্যক্ত করছি।
লেখক: শাখাওয়াত হোসেন রাহী
এমবিবিএস(তৃৃতীয় বর্ষ)চামেক