• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লকডাউনে ঘর থেকে বের হতে নিষেধ দেয়ায় কিশোরীর আত্মহত্যা

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১১, ২০২১
লকডাউনে ঘর থেকে বের হতে নিষেধ দেয়ায় কিশোরীর আত্মহত্যা

বিবিএন ডেস্ক: ফরিদপুরে লকডাউনে বাইরে যেতে নিষেধ করায় অভিমান করে প্রিয়াঙ্কা বিশ্বাস (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

আজ রোববার আনুমানিক সকাল ৮টায় আলফাডাঙ্গার সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত প্রিয়াঙ্কা পার্শ্ববর্তী কাশিয়ানী এম এ খালেক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।

পুলিশের তথ্যসূত্রে জানা যায় , প্রিয়াঙ্কা মানসিক ভারসাম্যহীন ছিল। লকডাউনের মধ্যেও সে বাইরে ঘোরাফেরা করতো। এটা নিয়েই তার বাবা সঙ্গে রাগারাগি হয় এবংসে বাবার ওপর অভিমান করে আনুমানিক সকাল ৮টায় গলায় ওড়না পেঁচিয়ে  ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরবর্তীতে তার ঝুলন্ত মরদেহ দেখে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান জানান, প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা করা হবে। কোনো অভিযোগ না পাওয়ায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।