॥মুহাম্মদ ইলিয়াস, রাঙামাটি প্রতিনিধি ॥
রাঙামাটি জেলার কুতুকছড়ি ও সাপছড়িতে অভিযান চালিয়ে পাহাড় কাটার দায়ে ৩টি ট্রাকসহ তিনজনকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। রোববার বিকেল সাড়ে ৫টার সময় ভ্রাম্যমান আদালত মো. হাসান(২৫), মো. রোমান(২১) ও মো. সাগর(২২)।
পুলিশ ও জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, একটি বিশেষ চক্র দীর্ঘদিন ধরে রাঙামাটি জেলার বিভিন্ন স্থানে পাহাড় কেটে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে মর্মে জেলা প্রশাসনের কাছে অভিযোগ রয়েছে। বিভিন্ন মাধ্যমের অভিযোগের সূত্র ধরে রোববার অভিযান চালিয়ে আটক করা তিনজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার, মেজিষ্ট্যাট মো. আবদুর রহমান, মো, সোয়েব নেতৃত্বে ভ্রাম্যমান আদালত মাটি কাটার যন্ত্রপাতি, ৩টি(একটি নাম্বার বিহীন) ট্রাকসহ মো. হাসান, মো. রোমান ও মো. সাগরকে আটক করে কোতয়ালী থানায় সোপর্দ করেছে।
উল্লেখ্য যে, রাঙামাটি–খাগড়াছড়ি সড়কের কুতুকছড়ি, সাপছড়ি ও এর আশপাশের এলাকা থেকে প্রায় সময় পাহাড় খেকোরা মাটি কেটে নিয়ে যায়।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার প্রস্তুতি চলছে বলে জানান।