• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

কঠোর লকডাউনে উৎকণ্ঠায় নিম্ন আয়ের মানুষ

bilatbanglanews.com
প্রকাশিত জুন ৩০, ২০২১
কঠোর লকডাউনে উৎকণ্ঠায় নিম্ন আয়ের মানুষ

বিবিএন ডেস্ক: কাল থেকে শুরু হচ্ছে এক সপ্তাহের কঠোর লকডাউন। যেখানে জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হলে শাস্তির মুখোমুখি হতে হবে। তাই জীবন জীবীকা নিয়ে উদ্বিগ্ন নিম্ন আয়ের মানুষ। আর কিছু অফিস ও গার্মেন্টস খোলা রেখে আসলেই কঠোর এই লকডাউন কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে সন্দিহান তারা।

এদিকে-ঢিলেঢালা লকডাউনের শেষদিনেও দুর্ভোগে পথ চলেছেন রাজধানীর অফিসগামী মানুষ।

সকাল ৮টা । রাজধানীর রামপুরা ব্রিজ। স্রোতের মত মানুষ ছুটছে অফিস-কর্মস্থলে।

সকাল ৯ টা। রাজধানীর তেজগাঁও নাবিস্কো মোড়। যানবাহন সংকটে অফিসগামী মানুষ। ভাড়া নিয়ে বাক বিতন্ডা।

গণপরিবহন বন্ধ থাকায় পুরো রাজধানীর রাস্তায় রিকসার রাজত্ব। অফিস কর্মস্থলে যেতে তাই গেল কয়েকদিনের মতই বিপাকে-দুর্ভোগে পড়ে রাজধানীবাসী। তবে-ব্যাক্তিগত গাড়ীর দাপটে মাঝেমধ্যেই যানজটের কবলে পড়েছেন অফিসগামী মানুষ।

অফিস খোলা রেখে লকডাউনের শেষদিনে এসবই ঢাকার খন্ড খন্ড চিত্র। যাতে স্পষ্ট করোনার ভয়াবহ সংক্রমনের মাঝেও কতটা বিধিনিষেধ মানছে মানুষ। এর মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হচ্ছে কঠোর লকডাউন। যেখানে বন্ধ থাকবে অফিসসহ সব ধরনের যন্ত্রচালিত পরিবহন।

করোনাকালে এর আগের বিভিন্ন সময়ে দেয়া লকডাউন – ছুটির অভিজ্ঞতা তুলে ধরে সাধারন মানুষ বলছেন-এই বিধি নিষেধ নিয়ে সরকারের সমন্বয়হীনতায় বার বারই দুর্ভোগে পড়েছেন সাধারন মানুষ। এবার তারা এমন কিছুই চাইছেন যা থেকে করোনা সংক্রমণ সত্যিই কমে আসবে।