• ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি

গৃহবধূকে রাস্তা থেকে তুলে নিয়ে পাঁচদিন আটকে রেখে গণধর্ষণ

bilatbanglanews.com
প্রকাশিত জুন ১৫, ২০২১
গৃহবধূকে রাস্তা থেকে তুলে নিয়ে পাঁচদিন আটকে রেখে গণধর্ষণ

বিবিএন ডেস্ক: গত ২৫ মে সন্ধ্যা পৌনে ৭টার দিকে নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকার বারাকা হাসপাতালে যাচ্ছিলেন এক গৃহবধু। হাসপাতালের গেটের সামনে যাওয়ার পর একটি সাদা রংয়ের মাইক্রোবাস তার সামনে এসে দাঁড়ায়। কিছু বুঝে উঠার আগেই গুড্ডুসহ ৩ জন তাকে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণ করে ঢাকার দিকে নিয়ে যায়।

এরপর অজ্ঞাত স্থানে নিয়ে দোতলা বাড়ির একটি কক্ষে ৫ দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে।

পরে অজ্ঞাতনামা এক কাজের বুয়ার মাধ্যমে তিনি ছাড়া পেয়ে ৩০ মে বাড়ি ফিরে এসে স্বামীকে ঘটনাটি জানান।

 

সেই ঘটনার পর সোমবার রাতে বন্দরের কুড়িপাড়া এলাকা থেকে শরীফুল ইসলাম গুড্ডু (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত গুড্ডু বন্দরের কুড়িপাড়া এলাকার আলতাফ ওরফে আলতু মিয়ার ছেলে।

এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূ গ্রেফতারকৃত গুড্ডুসহ ৩ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলার অপর আসামিরা হচ্ছেন- বন্দরের কুড়িপাড়া নয়ামাটি এলাকার রুহুল আমিনের ভাড়াটিয়া ও মৃত তোতা মিয়ার ছেলে সোহরাব ওরফে পাগলা শুভ (৩৭) এবং একই এলাকার ছালাম মাস্টারের ছেলে ফিরোজ মিয়া (৩৬)।

এ ব্যাপারে বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে সোমবার রাতে ৩ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার ১নং আসামি শরীফুল ইসলাম গুড্ডুকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।