• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

তৃতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দোপাধ্যায়

bilatbanglanews.com
প্রকাশিত মে ৫, ২০২১
তৃতীয়বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দোপাধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক: শপথ নিলেন পশ্চিমবঙ্গের সদ্য বিজয়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সরকারি ভবনে সকাল পৌনে ১১টায় শপথ কার্যক্রম শুরু হলেও তিনি শপথ বাক্য পাঠ করেন সোয়া ১১টায়। ভারতীয় বাংলার এই প্রভাবশালী নারী নেত্রী। প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায় তাকে শপথ বাক্য পড়ান। এ শপথের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে রচিত হলো এক নতুন অধ্যায়।

পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতাই প্রথম কোনো নারী টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হলেন। এমনকি তুমুল জনপ্রিয়তার মধ্যেই নিজের আসনে হেরে গিয়ে মুখ্যমন্ত্রী হলেন এমন ঘটনাও প্রথম।

করোনার কারণে এবার স্বল্প পরিসরেই শপথের আয়োজন করা হলো। শপথ অনুষ্ঠানে মমতা একাই ছিলেন। ছিল না বিধানসভার সদস্যরা। কয়েক জন আমন্ত্রিতদের মধ্যে ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, দিলীপ ঘোষ, অধীর চৌধুরী, আবদুল মান্নান। শপথে আরও আমন্ত্রণ জানানো হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

মমতার শপথ কার্যক্রম শেষের মধ্য দিয়ে প্রস্তুতি নিচ্ছেন বিধান সভার সদস্যরা। কাল থেকেই আবার শপথ নেবেন বিধায়করা।