• ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফ্রান্সে হিজাব নিষিদ্ধ বিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১০, ২০২১
ফ্রান্সে হিজাব নিষিদ্ধ বিল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়

বিবিএন নিউজ ডেস্ক:: ফ্রান্সে ১৮ বছরের কম বয়সী কিশোরীদের প্রকাশ্যে হিজাব পরা নিষিদ্ধের বিতর্কিত এই বিল পাসের পর তা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ খবর দিয়েছে আরবভিত্তিক শক্তিশালী গণমাধ্যম আল জাজিরা।

এর বিরোধিতা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগ হ্যান্ডস অফ মাই হিজাব লিখে প্রতিবাদে সামিল হয়েছেন অনেকে। বিলটিকে বিচ্ছিন্নতাবাদবিরোধী বিল হিসেবে সিনেটে তোলা হয় এবং দেশটির ধর্মনিরেপক্ষ ব্যবস্থাকে তুলে ধরার চেষ্টা করা হয়। তবে সিনেটে অনুমোদন পেলেও এটি এখনও আইনে পরিণত হয়নি।

মানার নামে একজন টুইটারে লিখেছেন, ফ্রান্সে ১৫ বছর বয়সীদের যৌনতায় সম্মতি আছে। আর ১৮ বছরের কম বয়সীদের হিজাব পরার অনুমতি নেই। এটি হিজাববিরোধী কোনো আইন নয়। এটি ইসলামবিরোধী আইন। হ্যাশট্যাগ হ্যান্ডস অফ মাই হিজাব, হ্যাশট্যাগ ফ্যান্স হিজাব ব্যান।

প্রসঙ্গত: প্রস্তাবিত এই আইনকে ইসলামবিরোধী আইন বলে আখ্যায়িত করেছেন অনেকে। এর মাধ্যমে মুসলিম সংখ্যালঘুদের একঘরে করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তারা।(শীর্ষবিন্দু)