• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

ছাতকে ডাক্তার মঈন উদ্দিন ট্রাস্টের মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৩
ছাতকে ডাক্তার মঈন উদ্দিন ট্রাস্টের মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: ছাতকের কৃতি সন্তান মরহুম ডাক্তার মো. মঈন উদ্দিন ট্রাস্ট এর মেধা ভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ এর ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এ ফলাফল প্রকাশিত হয়। ডাক্তার মো. মঈন উদ্দিন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক ডাক্তার চৌধুরী রিফাত জাহান, ট্রাস্টের সাধারণ সম্পাদক মো. খসরুজ্জামান ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ফিরোজ আহমদের স্বাক্ষরিত প্রকাশিত ফলাফলে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান, গোবিন্দগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ, আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শামছুল ইসলাম, কৃঞ্চনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, দশঘর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির উদ্দিন, রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান, ভূইগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারফত আলী। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্যে ছিলেন খলিলুর রহমান, রেজ্জাদ আহমদ, সাইদুল আলম ডালিম, মিজানুর রহমান খান, আমিরুল ইসলাম প্রমুখ।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের রোল নম্বর হলো, ২১১, ২১২, ২০৯, ২১০, ২২৪, ১২৮, ১৮৭, ০১২, ০৯৯, ০২৯, ০৬৯, ২২৮, ২৩০, ২১৮, ২১৯, ২২৬, ০০১, ১৫৬, ১২৫, ০৭৬ এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তদের রোল নম্বর হলো, ২২৫, ২২০, ১০৯, ০৩২, ০৪০, ২৬২, ০৬৩, ০৬১, ০৭২, ২৫৮, ২৭২, ২৪৭, ১২৪, ১৬১, ১৪২, ১৪৮, ২০০, ১২০, ১১৬, ২৭৬, ১৫২ ও ১৫৪।

গত বছরের ৯ ডিসেম্বর গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৩৮২জন পরীক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ২০জন ও সাধারণ বৃত্তি পেয়েছেন ২২জন।