• ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তিনি কাঁদলেন কাঁদালেন

bilatbanglanews.com
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২৩
তিনি কাঁদলেন কাঁদালেন

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতকে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বাগইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ফিরোজ আহমদকে অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে এসএমসি, এলাকাবাসী, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে দেয়া হয় এ বিদায় সংবর্ধনা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল লতিফ’র সভাপতিত্বে ও উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীব এর পরিচালনায় শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জাকারিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারমান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক গয়াছ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শুভাষ চন্দ্র চক্রবর্তী, উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক চন্দ্রন চন্দ্র পাল, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ’র ছাতকের সভাপতি খলিলুর রহমান, ইউপি সদস্য আজাদ মিয়া, পিটিএ’র পক্ষে আবদুল মতিন, এলাকার পক্ষে মিজানুর রহমান মানিক, এসএমসির সহ-সভাপতি আবদুল মালিক মালুম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আমিরুল ইসলাম, বিদায়ী প্রধান শিক্ষকের কন্যা, কহল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারজানা তাসনিম অনি, প্রাক্তন ছাত্র খলিলুর রহমান, মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাহমিনা বেগম।

এসময় উপস্থিত ছিলেন, শাহজালাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সুনু মিয়া, জকিগঞ্জ-বিয়ানিবাজার সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক লুৎফুর রহমান, ছাতকের কুমনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিকুর রহমান, রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান, আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শামছুল ইসলাম, গোবিন্দগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ, লক্ষিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক, বাউভোগলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্টু রঞ্জন দাস, নোয়াগাঁও আবদুল জব্বার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা কামাল উদ্দিন, জগঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগৎজ্যোতি ভৌমিক, রাজারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান স্বপন, উপজেলা সহকারী শিক্ষক ঐক্য পরিষদের আহবায়ক মিজানুর রহমান খান, মঈনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সহ-সভাপতি আবদুল বাছিত, মোজাম্মিল আলী, সাধারণ সম্পাদক আলাছ উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ছাতকের সাধারণ সম্পাদক রেজ্জাদ আহমদ, প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সাংগঠনিক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ, সহকারী শিক্ষক আলকাছ আলী, বাগইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহনাজ বেগম, ফাতেমা বেগম, শিক্ষক পরেশ চন্দ্র দাস ও বদরুল আলম, লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা প্রার্থনা চক্রবর্তী, সাফিয়া বেগম, সবিতা রাণী চন্দ ও স্বপ্না রাণী চন্দ্র, আনন্দ নগর গোপাল নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছাবিয়া বেগম, ঝুমা রাণী দাস, সুইটি বেগম ও ফরিদা বেগম,
এলাকার হাসির মিয়া, ফজলুল করিম সুমন, দবিরুল ইসলাম, সাহাব উদ্দিন, মিলন মেম্বার, সুহেল মিয়া, উজ্জল দাস, অপু ধর, মোহন দাস প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ফুহাদ হাসান রাফি ও গীতা পাঠ করেন শিক্ষার্থী সঞ্জন সূত্রধর।

প্রসঙ্গত, ১৯৮৫ সালের ১জানুয়ারী উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন একই ইউনিয়নের রায়ন্তোষপুর গ্রামের কৃতি সন্তান মাওলানা ফিরোজ আহমদ। পরবর্তীতে তিনি ভাতগাঁও, জালালপুর, আলমপুর ও সর্ব শেষ বাগইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতার মহান এ পেশায় দীর্ঘ সময় তিনি অত্যন্ত সুনামের সাথে আঞ্জাম দিয়ে আসছিলেন। সম্প্রতি তিনি অবসর গ্রহণ করেন।