• ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সুনামগঞ্জের ১৭ সেতুসহ শত সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ৭, ২০২২
সুনামগঞ্জের ১৭ সেতুসহ শত সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: ৭ নভেম্বর  সকাল ১০:টায়  সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ২৫টি জেলায় বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে নবমির্তিত শতসেতুর উদ্বোধন ঘোষনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। এর মধ্যে সুনামগঞ্জ জেলার রাণীগঞ্জ সেতুসহ ১৭টি সেতুর উদ্বোধন ঘোষনা করা হয়। ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী  ওবায়দুল কাদের এমপি। গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এর  সঞ্চালনায় শত সেতুসমূহের বিষয়ে উপস্থাপনা করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব  এ বি এম আমিন উল্লাহ নুরী। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ হাইস্কুল মাঠ থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা প্রশাসক  মোঃ জাহাঙ্গীর হোসেন সুনামগঞ্জ জেলার সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে এই সেতুগুলো উদ্বোধনের জন্য  প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন ও  প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। ভিডিও কনফারেন্সে সুনামগঞ্জ প্রান্তে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের  মন্ত্রী  এম.এ. মান্নান এমপি, সুনামগঞ্জ-১ আসনের  সংসদ সদস্য  মোয়াজ্জেম হোসেন রতন; বিভাগীয় কমিশনার, সিলেট ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র  নাদের বখতসহ অন্যান্য অতিথিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। সুনামগঞ্জ সড়ক বিভাগের আওতায় নির্মিত ১৭টি সেতু হলো- (১) রাণীগঞ্জ সেতু, (২) আক্তাপাড়া সেতু, (৩) কোন্দানালা সেতু, (৪) দাড়াঁখাই, (৫) কলকলিয়া সেতু, (৬) কুশিলা সেতু, (৭) নাদামপুর সেতু, (৮) কাটাখাল সেতু, (৯) তকিপুর সেতু, (১০) ঘরগাঁও সেতু, (১১) হাসনাবাদ সেতু, (১২) মাধবপুর সেতু, (১৩) পেপারমিল সেতু, (১৪) রহমতবাগ সেতু, (১৫) টেংগারগাঁও সেতু, (১৬) লক্ষীবাউর সেতু ও (১৭) নৈনগাঁও সেতু।