• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নানা কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক জাতীয় শোক দিবস পালন

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১৫, ২০২২
নানা কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদকঃ ১৫ আগস্ট, স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস।

এ দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালনের লক্ষ্য জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে জেলা প্রশাসন, সুনামগঞ্জ কর্তৃক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯ টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ১০ টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম, , সুনামগঞ্জ; জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনমুল কবির ইমন, সিভিলসার্জন; ডাঃ আহম্মদ হোসেন, ডিডিএলজি মোহাম্মদ জাকির হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান মোঃ খায়রুল হুদা, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জেলার সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পরে শোক দিবস উপলক্ষে জেলা শিল্প কলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।আলোচনা করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সহ সভাপতি এডভোকেট আফতাব উদ্দিন সিভিল সার্জন ডাঃ আহমদ হোসেন, আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, প্রমুখ। পরে শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিথিগণ। এর আগে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শিরোনামে শিশুদের অংকিত চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন অতিথি গণ।