• ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সবাই মিলে চেষ্টা করলেই দেশ সমৃদ্ধ হবে – পুলিশ সুপার

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১১, ২০২২
সবাই মিলে চেষ্টা করলেই দেশ সমৃদ্ধ হবে – পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের পুলিশ সুপার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো মিজানুর রহমান বিপিএম বলেছেন, সবাই মিলে চেষ্টা করলেই দেশ সমৃদ্ধ হবে। দেশটা আপনার আমার সকলেরই। সবাই কে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। কোন বিশৃংখল জাতি উন্নতি করতে পারেনি, পারবেওনা। দেশ প্রেম জাগ্রত করতে হবে।
গত ১০ আগষ্ট বুধবার রাত সাড়ে ৯ টায় সুনামগঞ্জ শহীদ জগত জোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সুনামগঞ্জ জেলা ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে সম্বর্ধিত অতিথি’র বক্তব্য দান কালে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জ জেলা ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আহমদ নূর, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, ট্রাফিক ইন্সপেক্টর সহ সংগঠনের নেতৃবৃন্দ।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি লতিফুর রহমান রাজু বলেন পুলিশ সুপার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি দীর্ঘ তিন বছর সুনামগঞ্জ জেলার দায়িত্ব পালন করেছেন। তার মাঝে সততা, মানবিকতা ও স্পষ্ট বাদিতা লক্ষ্য করেছি।যা আজকাল অনেকের মাঝেই নেই। গরীব দুখী সাধারণ মানুষের প্রতি তার সমান দৃষ্টি ছিল। গত তিন বছর সুনামগঞ্জ জেলার আইন শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক ছিল।
সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র আহমদ নূর বলেন একজন সৎ, ভাল পুলিশ অফিসার হিসেবে তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
পরে সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিগণ সম্বর্ধিত অতিথিকে ফুল ও সম্মাননা প্রদান করেন।