• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

ছাতকে সেনাবাহিনীর চিকিৎসা সেবা অব্যাহত

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ২১, ২০২২
ছাতকে সেনাবাহিনীর চিকিৎসা সেবা অব্যাহত

 

স্টাফ রিপোর্টার, ছাতক:সুনামগঞ্জের ছাতকে বন্যা কবলিত মানুষদের চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি মেডিকেল টিম।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দিনব্যাপী উপজেলার গাবুরগাঁও দারুল কোরআন দাখিল মাদরাসায় ফ্রি চিকিৎসাসেবা দেয়া হয়।


উত্তর খুরমা ইউনিয়নের ৭.৮ ও ৯নং ওয়ার্ডের ৫শ’ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেন সেনাবাহিনীর মেডিকেল একটি টিম।

বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে ৭৫ ফিল্ড এম্বুলেন্সের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রমে নেতৃত্ব দেন ৭৫ ফিল্ড এম্বুলেন্সের ডা: মেজর মোস্তফা তারেক আজিজ।

ওয়ারেন্ট অফিসার মো: শহিদুল ইসলাম বলেন, দিনব্যাপী এলাকার প্রায় ৫শ’ নারী-পুরুষ ও শিশুদেরকে চিকিৎসা দেয়া হয়েছে। ফ্রি চিকিৎসা কেন্দ্রে ডায়রিয়া, ফাংগাল ইনফেকশন-স্কিন ডিজিজ ও সর্দি-জ্বর রোগীর সংখ্যা বেশী ছিল।