• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগ কাটিয়ে উঠছি,পুনর্বাসন ও সবাই মিলে করতে চাই:ডিসি সুনামগঞ্জ

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১৩, ২০২২
সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগ কাটিয়ে উঠছি,পুনর্বাসন ও সবাই মিলে করতে চাই:ডিসি সুনামগঞ্জ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন,  সবার সম্মিলিত প্রচেষ্টায় শতাব্দীর ভয়াবহ বন্যা সহ মহা দুর্যোগ কাটিয়ে উঠছি, আগামীতেও সবাই মিলে পুনর্বাসন কর্মকান্ড ও করতে চাই।  সরকার শুরু থেকেই সুনামগঞ্জের মানুষের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন।  আগামীতেও করবেন।  প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতের জন্য  ৫  কোটি টাকা অনুদান দিয়েছেন।   জেলা প্রশাসনের ও উপজেলা  প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বাড়ি বাড়ি গিয়ে তালিকাভুক্ত দের ১০ হাজার টাকা করে ইতিমধ্যেই বিতরণ করেছেন। এ পর্যন্ত বন্যায় ৪৫২৮৮ টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার আরও বরাদ্দ দিলে বাকী ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে। এই ভয়াবহ বন্যার সময় ও বন্যা পরবর্তী সুনামগঞ্জ জেলার আইন শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে বলেন আমি আমার প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ সুপার ও তাদের সদস্য গণ জীবনের ঝুঁকি নিয়ে আইন শৃংখলা স্বাভাবিক রেখেছেন। তাই বড় কোন অঘটন ঘটেনি। দুর্যোগের সময় যে সকল নৌযান গলাকাটা ব্যবসা করেছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।  টাঙ্গুয়ার হাওর সহ পর্যটন কেন্দ্র গুলোতে নৌযানের ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখার জন্য সংশ্লিষ্ট ইউএনও দের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন।  পর্যটক বাহী নৌযান গুলোতে কোন অনৈতিক কর্মকান্ড যাতে না হয় সেদিকেও নজর দারী করার আহ্বান জানান।  এমন কর্মকান্ড হলে নৌযান মালিকদের বিরুদ্ধেও ব্যবস্থার হুশিয়ারী প্রদান করেন।  টাঙ্গুয়ার হাওর সহ অন্যান্য হাওরে বর্জ্য , বোতল সহ অন্যান্য জিনিস পানিতে না ফেলে ডাসটবিনে ফেলার এবং উচ্চ শব্দে গান বাজনা না করার নির্দেশ দেন।  কারণ এখনও বন্যার্ত অনেক মানুষ আশ্রয় কেন্দ্র ও বাড়িঘরে খুব খারাপ অবস্থার মধ্যেই আছে।
১৩ জুলাই মঙ্গলবার সকাল ১০ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলার আইন শৃংখলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এসব কথা বলেন।  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হালিমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ, এন এস আই যুগ্ম পরিচালক ড মোহাম্মদ রফিকুল ইসলাম, সুনামগঞ্জ ২৮ বিজিবির অতিরিক্ত পরিচালক আব্দুর রাজ্জাক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্ম কর্তা মোহাম্মদ কামরুজ্জামান, বিশ্বম্ভরপুর উপজেলা চেয়ারম্যান সফর উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল কালাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, মাধ‌্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর সাবেক সিনিয়র সহ সভাপতি আমিনুল হক, সাবেক সিভিল সার্জন ডাঃ সৈয়দ মনোয়ার আলী,টাউন জামে মসজিদের সাধারণ সম্পাদক নুরূর রব চৌধুরী,মহিলা পরিষদের সাধারণ সম্পাদক গৌরি ভট্টাচার্য এবং বিশ্বম্ভরপুর ইউএনও সাদিউর রহিম জাদিদ, তাহিরপুর ইউএনও রায়হান কবির, শান্তিগঞ্জ ইউএনও আনোয়ারুজজামান , জামালগঞ্জ ইউএনও বিশ্বজিত দেব প্রমুখ।