• ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বজ্রপাতে বিহারে ১০ জনের মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ৩, ২০২২
বজ্রপাতে বিহারে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: আবারও বজ্রপাত চোখরাঙাচ্ছে ভারতের বিহার রাজ্যে। দশদিনের মধ্যে দ্বিতীয়বারের মত বজ্রপাতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।

রাজ্যের প্রশাসন এ খবর জানিয়েছে।

শনিবার (২ জুলাই) বিহারের বিভিন্ন জেলায় বজ্রপাতে ১০ জনের মৃত্যু হয়।

রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে জানা গিয়েছে, সারান জেলায় বজ্রপাতে ছ’জনের মৃত্যু হয়েছে। সিওয়ান, হাজিপুর, বাঁকা ও গোপালগঞ্জ জেলায় একজন করে মারা গিয়েছেন।

এর আগে গত ২৪ জুন থেকে ১ জুলাইয়ের মধ্যে বিহারে বজ্রপাতে মোট ২৬ জনের মৃত্যু হয়েছিলো।

এবার বিহারের উত্তর-মধ্য ও দক্ষিণ-পশ্চিম অংশের একাধিক এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। বারাউনিতে বৃষ্টির পরিমাণ ৯৩.২ মিমি। বীরপুরে বৃষ্টি হয়েছে ৬৮.৮ মিমি।

সেই রাজ্যের আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যে আপাতত বৃষ্টি চলবে। আগামী ৪ জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।