• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ছাতক-দোয়ারাবাজারের প্রত্যেকটি স্কুল-কলেজে আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দেয়া হয়েছে

bilatbanglanews.com
প্রকাশিত জুন ১৬, ২০২২
ছাতক-দোয়ারাবাজারের প্রত্যেকটি স্কুল-কলেজে আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দেয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকছাতক-দোয়ারাবাজারের প্রত্যেকটি স্কুল আশ্রয় কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে।
জরুরি খাদ্য ও ঔষধ সহায়তার জন্য যোগাযোগ করুন।উপজেলা নির্বাহী অফিসার, দোয়ারাবাজারঃ 01730-331088 উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, দোয়ারাবাজারঃ
01720-313467
উপজেলা নির্বাহী অফিসার, ছাতকঃ 01730-331086
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ছাতকঃ 01989-297435

উজানের ঢল আর অতিবৃষ্টিতে আমরা একটি প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি। এই বিপর্যয় থেকে রক্ষা পেতে সকলের ধৈর্য, সাহস এবং আন্তরিক সহযোগিতা প্রয়োজন। উপজেলা নির্বাহী অফিসার  মামুনুর রহমান সাহেবের তত্বাবধানে বন্যা আশ্রয়কেন্দ্র গুলো প্রস্তুত রয়েছে। প্রয়োজনে আশেপাশের দ্বিতল বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান বন্যাশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করা যাবে।

পানিবন্ধী থাকলে দ্রুত নিকটস্থ বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিন। কোনো সহযোগিতার প্রয়োজন থাকলে দ্রুত উপজেলা নির্বাহী অফিসার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও), সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/সচিব/মেম্বার কে অবহিত করুন।

এদিকে সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক এমপি বরাবরের মতো বন্যার খবর পেয়ে ঢাকা থেকে এলাকায় ছুটে এসেছেন, বন্যা দূর্গতদের পাশে দাড়াচ্ছেন প্রয়োজনে উনার সহযোগীতা নিতে পারেন৷

এছাড়া এলাকার স্থানীয় যাদের নৌকা আছে তারা প্রতিবেশীকে সহযোগিতা করুন।

ছাতকের বর্তমান আশ্রয়কেন্দ্রসমূহ

১. ইসলামপুর উঃ বিঃ
২. গনেশপুর সঃ প্রাঃ বিঃ
৩. নোয়াগাঁও সঃ প্রাঃ বিঃ
৪. কুছবাড়ি সঃ প্রাঃ বিঃ
৫. জামুরা সঃ প্রাঃ বিঃ
৬. রাসনগর সঃ প্রাঃ বিঃ
৭. বনগাঁও সঃ প্রাঃ বিঃ
৮. ইসলামবাজার মাদ্রাসা
৯. তাতীকোনা সঃ প্রাঃ বিঃ
১০. বৌলা সঃ প্রাঃ বিঃ
১১. মন্ডলিভোগ সঃ প্রাঃ বিঃ
১১.বাগবাড়ী সঃ প্রাঃ বিঃ
১২. বাঁশখলা সঃ প্রাঃ বিঃ
১৩. কুমনা সঃ প্রাঃ বিঃ
১৪. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
১৫. কৈতক হাসপাতাল
১৬. পেপারমিল উঃ বিঃ
১৭. পেপারমিল মাদ্রাসা
১৮. হাজী কমর আলী উঃ বিঃ
১৯. তাজপুর সঃ প্রাঃ বিঃ
২০. রামপুরসঃ প্রাঃ বিঃ
২১. রায় সন্তোষপুর সঃ প্রাঃ বিঃ
২২. তকিপুর সঃ প্রাঃ বিঃ
২৩. মল্লিকপুর সঃ প্রাঃ বিঃ
২৫. SSEDP মডেল উঃ বিঃ
২৬. ছাতক ইউনিয়ন পরিষদ
২৭. চরবারা মাদ্রাসা
২৮. কুপিয়া মাদ্রাসা
২৯. কুপিয়া FIVDB উঃ বিঃ
৩০. আব্দুল হক স্মৃতি কলেজ
৩১. বড় কাপন সঃ প্রাঃ বিঃ
৩২. জাউয়াবাজার ইউনিয়ন কমপ্লেক্স
৩৩. জাউয়াবাজার সঃ প্রাঃ বিঃ
৩৪. দেবেরগাও সঃ প্রাঃ বিঃ
৩৫. বড় কাপন সঃ প্রাঃ বিঃ
৩৬. মহাদি সঃ প্রাঃ বিঃ
৩৭. লক্ষমসোম সঃ প্রাঃ বিঃ
৩৮. বানায়াত সঃ প্রাঃ বিঃ
৩৯. গণিপুর মাদ্রাসা
৪০. গণিপুর উঃ বিঃ
৪১. শিবনগর সঃ প্রাঃ বিঃ
৪২. রাধানগর মাদ্রাসা
৪৩. ব্রাহ্মণঝুলিয়া সঃ প্রাঃ বিঃ
৪৪. পালপুর উঃ বিঃ
৪৫. কহল্যা সঃ প্রাঃ বিঃ
৪৬. খারাই সঃ প্রাঃ বিঃ
৪৭. আন্ধারিগাও সঃ প্রাঃ বিঃ
৪৮. ধনপুর সঃ প্রাঃ বিঃ
৪৯. মানিকপুর গোদাগারী সঃ প্রাঃ বিঃ
৫০. আগিজাল সঃ প্রাঃ বিঃ
৫১. চেচান সঃ প্রাঃ বিঃ
৫২. চরবারুকা সঃ প্রাঃ বিঃ
৫৩. কপলা সঃ প্রাঃ বিঃ
৫৪. গদার মহল সঃ প্রাঃ বিঃ
৫৫. নতুনবাজার সঃ প্রাঃ বিঃ
৫৬. রাজার গাও সঃ প্রাঃ বিঃ
৫৭. আলমপুর সঃ প্রাঃ বিঃ
৫৮. ছাতক সরকারি কলেজ
৫৯. শক্তিয়ারগাও সঃ প্রাঃ বিঃ
৬০. বাউসা সঃ প্রাঃ বিঃ
৬১. বাউভোগলী সঃ প্রাঃ বিঃ
৬২. সামারুরন্নেছা উঃ বিঃ
৬৩. এলপি হাইস্কুল
৬৪. মুনিরজ্ঞাতি উঃ বিঃ
৬৫. উজিরপুর সঃ প্রাঃ বিঃ

৬৬.ছাতক সরকারি ডিগ্রী কলেজ।