• ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই জিলকদ, ১৪৪৫ হিজরি

অবিলম্বে বন্যাপীড়িত ছাতক ও দোয়ারাবাজার উপজেলাকে বন্যা দূর্গত এলাকা ঘোষণা করুন:সাবেক এমপি মিলন

bilatbanglanews.com
প্রকাশিত মে ২১, ২০২২
অবিলম্বে বন্যাপীড়িত ছাতক ও দোয়ারাবাজার উপজেলাকে বন্যা দূর্গত এলাকা ঘোষণা করুন:সাবেক এমপি মিলন

 

বিবিএন ডেস্ক:পাহাড়ী ঢল ও অকাল বন্যায় ছাতক দোয়ারাবাজারের অধিকাংশ ফসল বিনষ্ট হয়ে গেছে। লাখো মানুষ আজ পানিবন্দী হয়ে অসহায় ,খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অভাবে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে। ফসল হারা অসহায় মানুষের জরুরী ভিত্তিতে খাদ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও অর্থ সাহায্য প্রয়োজন। এই মানবিক বিপর্যয়ে জনগণের জীবন রক্ষার জন্য অবিলম্বে ছাতক ও দোয়ারা বাজার উপজেলাকে দূর্গত এলাকা ঘোষণা করে জনগনকে বিশেষ ব্যবস্থায় প্রয়োজনীয় শুকনো খাবার, খাদ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও অর্থ সাহায্য প্রদানের জোর দাবী জানিয়েছেন,সাবেক এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। গত বৃহস্পতিবার গগণমাধ্যমে দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই দাবী জানান।