• ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভারতীয় মদ, বিয়ার, মটর সাইকেল এবং কয়লা আটক করেছে সুনামগঞ্জ বিজিবি

bilatbanglanews.com
প্রকাশিত মে ৭, ২০২২
ভারতীয় মদ, বিয়ার, মটর সাইকেল এবং কয়লা আটক করেছে সুনামগঞ্জ বিজিবি

নিজস্ব প্রতিবেদকঃ মাছিমপুর বিজিবির টহল দল ৬মে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের গামারীতলা নামক স্থান হতে ১জন আসামীসহ ৭বোতল ভারতীয় মদ, ১টি মটর সাইকেল আটক করে, যার আনুমানিক মূল্য ১,১০,৫০০/- টাকা।

একই টহল দল ৬মে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের সোনাতলা নামক স্থান হতে ২১ বোতল ভারতীয় আটক করে, যার মূল্য ৩১,৫০০/- টাকা।

লাউরগড় বিওপির টহল দল ৬ মে তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের কাঠাল বাগান নামক স্থান হতে ৪৭ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৭০,৫০০/- টাকা।

একই টহল দল ঐদিনই তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের মোকসেদপুর নামক স্থান হতে ২৮,০০০ পিস ভারতীয় বিড়ি আটক করে, যার আনুমানিক মূল্য ৪৭,৬০০/- টাকা।

চারাগাঁও বিওপির টহল দল ৭ মে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও নামক স্থান হতে ২০০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ২৬,০০০/- টাকা।

পেকপাড়া বিওপির টহল দল একই দিন দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের মোকামছড়া নামক স্থান হতে ৪৩ বোতল ভারতীয় মদ এবং ২ বোতল বিয়ার আটক করে, যার মূল্য ৬৫,০০০/- টাকা।

চারাগাঁও বিওপির টহল দল একই দিন তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট নামক স্থান হতে ২,২০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ২৮,৬০০/- টাকা।

আটককৃত ভারতীয় মদ, বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, ভারতীয় মদ, মটর সাইকেল এবং আসামীকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মাহবুবুর রহমান।