• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দিরাই শাল্লার ফসল হারা মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে র‍্যাব

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ৩০, ২০২২
দিরাই শাল্লার ফসল হারা মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে র‍্যাব
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে চাপতির হাওরের ফসলহারা কৃষকদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে র‍্যাব।
বুধবার দুপুরে র‍্যাব ৯ এর সিপিসি ৩ এর কমানডিং অফিসার লে কমান্ডার সিঞ্চন আহমেদ  ও সদস্যগণ দিরাই উপজেলার কালধর গ্রামের ৭৫ জন কৃষক পরিবারের মধ্যে চাল আটা,চিনি সয়াবিন তেল ও সেমাইয়ের প্যাকেট বিতরণ করেন। কালধর গ্রামের ফারুক মিয়া বলেন, হাওরের ফসল তলিয়ে যাওয়ায় তাদের সব আনন্দ শেষ হয়ে গেছে। আজ র‍্যাব এর সহযোগিতার কারণে ঈদের দিন সন্তানের মুখে একটু সেমাই তুলে দিতে পারবেন। জসীম উদ্দিন বলেন, গ্রামের সব মানুষের জমি তলিয়ে গেছে। ঈদে তারা যে সন্তানদের মুখে ভালো খাবার বা নুতন জামা কিনে দেবেন সে সামর্থ্য নেই। বিপদের দিনে র‍্যাব পাশে দাঁড়িয়েছে। এটা অনেক বড় পাওয়ার। র‍্যাব সুনামগঞ্জ সিপিসি ৩ এর কমান্ডিং অফিসার লে কর্ণেল সিঞ্চন আহমদ বলেন, চাপতির হাওরে ফসল রক্ষা বাধ ভেংগে কালধর গ্রামের কৃষকের ফসলি জমি তলিয়ে গেছে। তাই ফসল হারা মানুষ জেন ঈদের আনন্দ বঞ্চিত না হয়। তাই র‍্যাবের পক্ষ থেকে কালধর গ্রামের হত দরিদ্রদের মধ্যে র‍্যাব ঈদ সামগ্রী বিতরণ করেছে। র‍্যাব সাধ্যমতো ফসল হারা মানুষের পাশে থেকে সহযোগিতা করবে। এদিকে শাল্লা উপজেলার দাড়াইন নদীর বাধ ভেংগে ক্ষতিগ্রস্ত সুখলাইল গ্রামের ৭৫ জন হতদরিদ্র কৃষককে একই রকম সহযোগিতা করেছে র‍্যাব।
উল্লেখ্য ৬ এপ্রিল প্রকল্প বাস্তবায়ন কমিটির অবহেলা অনিয়মের কারণে উজানের ঢলে কালনী নদীর পানির চাপে চাপতির হাওরের বৈশাখী ফসল রক্ষা বাধ ভেংগে তলিয়ে যায় সাড়ে চার হাজার হেক্টর জমির ফসল। এতে নিস্ব হয়ে পড়েন ত্রিশ হাজার কৃষক।