• ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সুনামগঞ্জে বোরো ধান সংগ্রহ অভিযান আনুষ্ঠানিক উদ্বোধন

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২২
সুনামগঞ্জে বোরো ধান সংগ্রহ অভিযান আনুষ্ঠানিক উদ্বোধন
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ : : সুনামগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ বৃ্স্পতিবার বেলা ১১ টায় শহরের মল্লিকপুর খাদ্য গুদাম এলাকায় সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারএমপি।
খাদ্যমন্ত্রীবলেন: কোন রকমের হয়রানি ছাড়াই কৃষি এপসের মাধ্যমে সুনামগঞ্জের কৃষকরা সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করছেন। আজ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের কলাইয়া গ্রামের দুই কৃষক   শশাংক পাল ও  সুনিরমল কান্তি ৬ টন ধান গুদামে দিয়েছে এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেছেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিস জানায় চলতি বছর প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ২৭ টাকা। সদর, তাহিরপুর, দিরাই, শান্তিগঞ্জ সহ ১১ টি উপজেলার ১৩ টি এলএসডিতে ২৮ হাজার ৬৬৬ টন ধান সংগ্রহ করা হবে। ২৮ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ অভিযান চলবে। তবে অটোরাইছ মিল মালিকরা জানান এবছর চালের গুণগত মান ঠিক রাখা কঠিন হবে। কারণ হাওরে জমির ৮০ ভাগ পাকা ধান কাটার কারণে।

সুনামগঞ্জ খাদ্য নিয়ন্ত্রক নকীব সাঈদ সাইফুল এর সভাপতিত্বে প্রধান অতিথি’ ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।  বিশেষ অতিথি ছিলেন কৃষিসম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক বিমল চন্দ্র সোম, এসিল্যান্ড সাদিয়া সুলতানা মল্লিকপুর খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্ম কর্তা আব্দুল কাইয়ুম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বেনু গোপাল দাস সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু মিল মালিক আবুল কালাম, জিয়াউল হক রাসেল প্রমুখ