• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

স্বাধীনতা বিরোধী কোনো গোষ্ঠীর স্থান আওয়ামীলীগে নেই:এমপি মানিক

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২২
স্বাধীনতা বিরোধী কোনো গোষ্ঠীর স্থান আওয়ামীলীগে নেই:এমপি মানিক

 

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জ-৫ ছাতক -দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শিক সংগঠণ বাংলাদেশ আওয়ামীলীগের ছাতক শাখায় স্বাধীনতা বিরোধী কোনো গোষ্ঠীর স্থান হবেনা৷ সম্মেলনে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে পরিচ্ছন্ন কমিটি গঠন করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতৃত্ব নির্বাচন করা হবে। যারা আওয়ামীলীগের লেবাস পরে নৌকা প্রতিকের বিরোধিতা করে জাতীয় নির্বাচনে দলকে বিপদে ফেলবে এমন কোনো নেতৃত্ব ছাতকের আওয়ামীলীগে আসতে পারবেনা। আগামী ২৬-মে ছাতক উপজেলা ও পৌর আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে গতকাল মঙ্গলবার ছাতক উপজেলা এবং পৌর আওয়ামীলীগ আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুপুরে উপজেলা শাখার সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান এবং পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমেদ। বিকালে পৌর শাখার সভায় পৌর আওয়ামীলীগের আহ্বায়ক ও ছাতক পৌরসভার প্রতিষ্টাকালীন মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে এবং পৌর আওয়ামীলীগের সদস্য সাব্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, এডভোকেট আশিক আলী, কানাডা আওয়ামী লীগ নেতা শেখ নুরুল ইসলাম, আব্দুস শহিদ মুহিত, মাওলানা আখতার আহমদ, ছাতক পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক চান মিয়া চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, আনিসুর রহমান চৌধুরী সুমন, শমছু মিয়া, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হেকিম, নোয়ারাই ইউনিয়নের সভাপতি,সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, ছাতক সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, কালারুকা ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, চরমহল্লা ইউনিয়নের সভাপতি মতিউর রহমান, গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ ইউনিয়নের সভাপতি মখলিছুর রহমান, দোলারবাজার ইউনিয়নের সভাপতি, সাবেক চেয়ারম্যান সায়েস্তা মিয়া, ভাতগাওঁ ইউনিয়নের সভাপতি দবিরুল ইসলাম, সিংচাপইড় ইউনিয়নের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন,বীর মুক্তিযোদ্ধা আমীর আলী বাদশাহ, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ, আওয়ামী লীগ নেতা আছাব মিয়া, কালিদাস পোদ্দার, কোহিন চৌধুরী, ইশতিয়াক রহমান তানভীর, রুয়েল চৌধুরী, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ। প্রস্তুতি সভায় উপজেলার ১৩টি ইউনিয়ন এবং ১১৭টি ওয়ার্ড ও পৌরসভার ৯টি ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।