• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান পদে দেওয়ান আল-তানভীর আশরাফি চৌধুরী বিজয়ী

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২২
দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান পদে দেওয়ান আল-তানভীর আশরাফি চৌধুরী বিজয়ী

 

নিজস্ব প্রতিবেদক: দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান পদের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন দেওয়ান আল- তানভীর আশরাফি চৌধুরী বাবু। বৃহষ্পতিবার (২৭ জানুয়ারি) এ উপজেলায় উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। শান্তিপুর্ণ নির্বাচনে কাপ পিরিচ প্রতিকে ১৯ হাজার ৯ শ ৯ ভোট পেয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী দেওয়ান আল-তানভীর আশরাফি চৌধুরী বাবু বেসরকারি ফলাফল অনুযায়ী নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা হাজী এম এ বারী আনারস প্রতিকে পেয়েছেন ১৩ হাজার ৬শ ৮৭ ভোট। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুল ইসলাম নৌকা প্রতিকে পেয়েছেন ৩ হাজার ৬ শ ৭৪ ভোট। এ উপ- নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী সালেহ আহমদ ও প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। তিনি লাঙ্গল প্রতিকে ভোট পেয়েছেন ২০০ টি।দোয়ারাবাজার উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৯ হাজার ২ শ ২৬ জন। উপজেলার ৫৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্টিত হয়েছে। ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিলো কম। প্রদত্ত্ব ভোটের সংখ্যা ৩৭ হাজার ৪৭০, কাস্টিং ভোটের হার ২২.১৫%। দেওয়ান আল – তানভীর আশরাফি চৌধুরী বাবুকে বেসরকারি ফলাফল অনুযায়ী নির্বাচিত ঘোষণা করেছেন সুনামগঞ্জের জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার।

উল্লেখ্য যে,দোয়ারা বাজার উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, দোয়ারা বাজার উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত জননেতা দেওয়ান আসাদুজ্জামান চৌধুরী সাহেবের সুযোগ্য সন্তান।