• ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

ইংল্যান্ডে মহামারি মোকাবেলায় এনএইচএস কে সহায়তায় ১৮০০ সেনা সদস্য মোতায়েন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২২
ইংল্যান্ডে মহামারি মোকাবেলায় এনএইচএস কে সহায়তায় ১৮০০ সেনা সদস্য মোতায়েন

মো: রেজাউল করিম মৃধা: কভিড-১৯ মহামারিতে এনএইচএস চিকিৎসা সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অনেক ডাক্তার, নার্স এবং ওয়ার্কাররা সেবা দিতে গিয়ে নিজের জীবনও দিয়েছেন। অনেকে অসুস্থ্য হয়েছেন। এনএইচএস বর্তমানে রয়েছে তীব্র কর্মী সংকট।

কর্মী সংকট সমাধানের জন্য বৃটিশ আর্মফোর্স বা সেনাবাহিনীর ২০০ সদস্য এনএইচএস কে সহযোগিতা করে যাচ্ছেন। আগামী ৩ সপ্তাহ পর্যন্ত এই সহযোগিতা অব্যহত থাকবে।২০০ সেনাবাহিনীর সদস্যের মধ্যে ৪০ জন ডাক্তার এবং অন্যরা সহযোগি হিসেবে কাজ করছে।

রাজধানী লন্ডনে ২০০ সেনাবাহিনীর সদস্য হলেও ইউকে জুডে ১৮০০ সেনাবাহিনীর সদস্যরা এনএইচএস কে সহযোগিতা করে যাচ্ছে।

দি রয়েল কলেজ নার্সারির ডিরেক্টর প্রাটিসিয়া মার্কইজ বলেন,” এনএইচএস এর স্টাফ সংকট সমাধানে সরকারকে আরো উদ্যোগে হতে হবে। তা না হলে স্টাফ সংকটের কারনে চিকিৎসা সেবা ব্যাহত হবে,”।

হেল্থ সেক্রেটারি সাজিদ জাভেদ বলেন,” সমগ্র ইউকে জুডে ৯০% লোক প্রথম ডোজ, ৮৩% দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দিয়েছে এবং ৬১% দিয়েছে বুস্টার।

তবে লন্ডনে প্রথম ডোজ দিয়েছে ৬৯%, দ্বিতীয় ডোজ দিয়েছে ৬৩% এবং বুস্টার দিয়েছে মাত্র ৪০% । সবাইকে ভ্যাকসিন দেওয়া অতি জরুরী। ভ্যাকসিন দেওয়ার মাধ্যমেই কভিড-১৯ মোকাবেলা করতে হবে।স্টাফ সংকট সমাধানে সরকার কাজ করছে,”।

আর্মফোর্স বা সেনাবাহিনী দেশের যে কোন ক্লান্তি লগ্নে সহযোগিতা করে থাকে। এনএইচএস এর জন্য এই সহযোগিতা তার অন্যতম উদাহরণ।