• ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ মারা গেছেন

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৫, ২০২১
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ মারা গেছেন

বিবিএন ডেস্ক: জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক রিয়াজউদ্দিন আহমেদ শনিবার দুপুরে মারা যান (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। রিয়াজউদ্দিন আহমেদের ছোট ভাই কর্নেল (অবঃ) জয়নাল আবেদীন আমাদের সময়ডটকমকে এ খবর জানিয়েছেন। তিনি জানান, দুপুর দেড়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের কোভিড আইসিইউতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
রিয়াজউদ্দিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত ১৬ ডিসেম্বর রিয়াজউদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় ১৯ ডিসেম্বর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এবং দি নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন রিয়াজউদ্দিন আহমেদ। এ ছাড়া তিনি জাতীয় প্রেস ক্লাবের চারবারের নির্বাচিত প্রেসিডেন্ট এবং অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। সাংবাদিকতায় গৌরবময় অবদানের জন্য রিয়াজউদ্দিন আহমেদ ১৯৯৩ সালে একুশে পদক লাভ করেন।