• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

করোনায় আক্রান্ত ফ্রান্সের প্রধানমন্ত্রী

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২১
করোনায় আক্রান্ত ফ্রান্সের প্রধানমন্ত্রী

বিবিএন ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স। ফ্রান্সের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, পরীক্ষায় গতকাল সোমবার জ্যঁ ক্যাসটেক্সের করোনার সংক্রমণ ধরা পড়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ফরাসি প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, প্রথমে জ্যঁ ক্যাসটেক্সের এক মেয়ের করোনা শনাক্ত হয়। পরে তিনি দ্রুত করোনার পিসিআর পরীক্ষা করান। পরীক্ষায় তাঁরও করোনা ‘পজিটিভ’ আসে। করোনা শনাক্ত হওয়ার পর জ্যঁ ক্যাসটেক্স ১০ দিন আইসোলেশনে থাকবেন বলে তাঁর দপ্তর জানায়। তবে তিনি এ সময় তাঁর কাজ চালিয়ে যাবেন।
গতকাল সকালে জ্যঁ ক্যাসটেক্স ব্রাসেলসে ছিলেন।
সেখানে তিনি বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রোর সঙ্গে বৈঠক করেন।
বেলজিয়াম সফরকালে জ্যঁ ক্যাসটেক্সের সঙ্গে তাঁর বেশ কিছু জ্যেষ্ঠ সহকর্মী ছিলেন। তাঁদের মধ্যে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ও ইউরোপবিষয়ক মন্ত্রী অন্যতম।
৫৬ বছর বয়সী জ্যঁ ক্যাসটেক্স করোনার দুই ডোজ টিকা নিয়েছেন। তিনি আগে কখনো করোনায় সংক্রমিত হননি। গত বছর ফ্রান্সের প্রেসিডেন্টের এমানুয়েল মাখোঁ সস্ত্রীক করোনাভাইরাসে সংক্রমিত হয়েছিলেন।