• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফলোআপ স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়া হাসপাতালে

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২১
ফলোআপ স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়া হাসপাতালে

বিবিএন ডেস্ক:  ফলোআপ স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আজ শনিবার (১৩ নভেম্বর) বিকেল সোয়া পাঁচটায় গুলশানের বাসা থেকে তাকে নিয়ে এভারকেয়ার হাসপাতালে রওয়ানা করে ৫টা ৪০মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছায় তার গাড়ি বহর। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, শারীরিক চেক আপের জন্য ম্যাডামকে (খালেদা জিয়া) হাসপাতালে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পরে তার মেডিক্যাল বোর্ডের পরামর্শ মতো সিদ্ধান্ত নেওয়া হবে, যে তিনি হাসপাতালে থাকবেন নাকি বাসায় ফিরবেন। খালেদা জিয়ার হাসপাতালে যাওয়ার খরব শুনে তার বাসভবনের সামনে দলের নেতাকর্মীরা জড়ো হন। নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নী, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, ঢাকা মহানগর বিএনপির নেতা জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এর আগে গত ১২ অক্টোবর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়, তিনি কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। জ্বর সেরে গেলেও শারীরিক দুর্বলতাসহ স্বাস্থ্যগত নানা জটিলতা দেখা দেওয়ায় স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।