• ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

সুনামগঞ্জ বিজিবির অভিযানে সীমান্তে নানা পণ্য আটক

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৬, ২০২১
সুনামগঞ্জ বিজিবির অভিযানে সীমান্তে নানা পণ্য আটক

নিজস্ব প্রতিবেদক: আশাউড়া বিওপির টহল দল ৫ অক্টোবর সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের পেচাকোনা নামক স্থান হতে ৩২৫ পিস ভারতীয় বাঁশ আটক করে, যার আনুমানিক মূল্য ৩৮, হাজার ৬৮০ টাকা।

আশাউড়া বিওপির টহল দল ৫ অক্টোবর সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের নৈগাং নামক স্থান হতে ৩২ ঘনফুট ভারতীয় গোলকাঠ আটক করে, যার আনুমানিক মূল্য ১, লক্ষ ২৮,হাজার টাকা।

৩ মাঠগাঁও বিওপির টহল দল ৫ অক্টোবর অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের দায়ে দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের ভাংগাপাড় নামক স্থান হতে ৩০ ঘনফুট ভারতীয় পাথর এবং ০১ টি বারকি নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ৫৩, হাজার ৬শটাকা।

মাঠগাঁও বিওপির টহল দল ৫ অক্টোবর দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের ভাংগারপাড় নামক স্থান হতে ৬০০ পিস ভারতীয় বাঁশ আটক করে, যার আনুমানিক মূল্য ৩৬, হাজার টাকা।

মাঠগাঁও বিওপির টহল দল ৫ অক্টোবর দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের দর্পগ্রাম নামক স্থান হতে ১,২৬,০০০ পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার আনুমানিক মূল্য ২, লক্ষ ১৪, হাজার ২শ টাকা।

চিনাকান্দি বিওপির টহল দল ৬ অক্টোবর বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের কাপনা নামক স্থান হতে ৯৬ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ১, লক্ষ ৪৪, হাজার টাকা।

লাউরগড় বিওপির টহল দল ৬ অক্টোবর তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের সায়েদাবাদ নামক স্থান হতে ২৫০ কেজি ভারতীয় কয়লা, ০৮ ঘনফুট পাথর এবং ০২ টি ঠেলাগাড়ী আটক করে, যার আনুমানিক মূল্য ১৪, হাজার ২১০- টাকা।

বনগাঁও বিওপির টহল দল ৬ অক্টোবর সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের বখতিয়ারগাঁও নামক স্থান হতে ৫০ কেজি বাংলাদেশী মুশুর ডাল আটক করে, যার আনুমানিক মূল্য ৫, হাজার টাকা।

 

। আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়, বাঁশ, গোলকাঠ বনবিট কার্যালয় এবং পাথর, বিড়ি, কয়লা, ঠেলাগাড়ী, বারকী নৌকা ও বাংলাদেশী মশুর ডাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তছলিম এহসান পিএসসি।