• ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

স্পেনে আগ্নেয়গিরির বিস্ফোরণ, জ্বলন্ত লাভায় পুড়ছে বাড়িঘর

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২১
স্পেনে আগ্নেয়গিরির বিস্ফোরণ, জ্বলন্ত লাভায় পুড়ছে বাড়িঘর

বিবি এন আন্তর্জাতিক নিউজঃ  স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের লা পালমায় আগ্নেয়গিরির বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে জ্বলন্ত লাভা ছড়িয়ে পড়েছে বাড়িঘর পর্যন্ত। এরই মধ্যে প্রাণহানি এড়াতে লা পালমার গ্রামগুলো থেকে প্রায় ৫ হাজারের বেশি নাগরিককে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসি ও রয়টার্সের।

জানা গেছে, আগ্নেয়গিরি থেকে অগুৎপাতে ১৫ মিটারের বেশি উচ্চতার জ্বলন্ত লাভায় এল পালমার অন্তত ২০ ঘরবাড়ি পুড়ে গেছে। এতে বেশকিছু গুরুত্বপূর্ণ সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

মেয়র সার্জিও রডরিগেজ জানান, জ্বলন্ত অগ্নিকুণ্ডের লাভা পার্শ্ববর্তী গ্রাম লস লানোস ডি আরিদানে তেও ছড়িয়ে পড়েছে। এখান থেকেও মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। পুরো পরিস্থিতির ওপর আমাদের নজর রয়েছে।

উল্লেখ্য, গতকাল রবিবার বিকেলে এই আগ্নেয়গিরির অগুৎপাত শুরু হয়। এর আগে, গত এক সপ্তাহে সবমিলিয়ে ২২ হাজার বার ভূমিকম্প অনুভুত হওয়ার পর লা পালমায় এই আগ্নেয়গিরির অগুৎপাতের বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

বিডি-প্রতিদিন